গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক, সতর্ক জেলা প্রশাসন

আগামী বছর ৮ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। তাই আগাম জোরদার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

Must read

সংবাদদাতা, গঙ্গাসাগর: আগামী বছর ৮ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। তাই আগাম জোরদার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। মেলা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে মঙ্গলবার গঙ্গাসাগর মেলা অফিসে হল প্রশাসনিক বৈঠক।
এদিনের বৈঠকে পৌরোহিত্য করেন জেলাশাসক সুমিত গুপ্তা, উপস্থিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ সুন্দরবন পুলিশ জেলার এসপি এবং একাধিক প্রশাসনিক আধিকারিক। মেলার নিরাপত্তা, পরিবহণ, জনস্বাস্থ্য, ভিড় নিয়ন্ত্রণ, আবাসন ও উপকূল সুরক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয় এই সভায়। যাতায়াত ব্যবস্থা মসৃণ রাখতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও তৈরি হয় প্রাথমিক রূপরেখা।

আরও পড়ুন-ধর্ষণ নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি, স্পষ্ট অভিযোগ শশী পাঁজার

জেলাশাসক সুমিত গুপ্তা জানান, পুণ্যার্থীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আমাদের প্রধান অগ্রাধিকার। আবহাওয়া এবং পরিবেশের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। আগামীতে আরও কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। এবারের মেলাকে আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার লক্ষ্য নেওয়া হয়েছে।
জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা এদিন সাগরদ্বীপের সমুদ্র সৈকত পরিদর্শন করেন। সম্প্রতি সাগরের উপকূলবর্তী একাধিক এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনকবলিত এলাকাগুলি ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। ভাঙন প্রতিরোধের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ ও মেলার সময় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসন সূত্রে খবর, ভাঙন মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে মেলার কাজে কোনও বিঘ্ন না ঘটে।

Latest article