পহেলগাঁও হত্যাকাণ্ডের ধাক্কা সামলে ঘু্রে, দাঁড়াচ্ছে ভূস্বর্গ, খতিয়ে দেখলেন সাংসদরা

উপত্যকার মানুষের ঘুরে দাঁড়ানোর এই লড়াই সরেজমিনে খতিয়ে দেখলেন তৃণমূল সাংসদ দোলা সেনের নেতৃত্বাধীন বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১৩ জন সদস্য

Must read

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টা করছে ভূস্বর্গ কাশ্মীর৷ উপত্যকার মানুষের ঘুরে দাঁড়ানোর এই লড়াই সরেজমিনে খতিয়ে দেখলেন তৃণমূল সাংসদ দোলা সেনের নেতৃত্বাধীন বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১৩ জন সদস্য৷ তাঁদের সঙ্গে ছিলেন ১২ জন সরকারি আধিকারিকও৷ সাতদিন ধরে পহেলগাঁও, বৈসরন উপত্যকা, শ্রীনগর-সহ কাশ্মীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শনের সময়ে সেখানকার মানুষের সঙ্গে আলোচনা করে তাঁদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন বাণিজ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা৷

আরও পড়ুন-জেপিসি আসলে মোদি সরকারের মস্ত ভাঁওতা

মঙ্গলবার দিল্লিতে ফিরে এক বৈঠকে তাঁদের সিদ্ধান্ত, কাশ্মীর সফর সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট সরকারের সব মন্ত্রকের কাছে পেশ করবে এই সংসদীয় কমিটি৷ জঙ্গি হামলার ধাক্কা কাটিয়ে কাশ্মীরের পর্যটন-সহ অন্যান্য শিল্পের উন্নয়নে কী কী করণীয়, সেই সব খুঁটিনাটি বিষয়ও তাঁরা সরকারের কাছে সুপারিশ করবেন। জানালেন বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন৷ তাঁর কথায়, কাশ্মীরের মানুষ কী চাইছেন, তাঁদের সর্বস্তরের কী সমস্যা, সেই বিষয়ে তাঁরা সবিস্তারে আমাদের খুলে বলেছেন৷ পশমিনা, আপেল, জাফরান এবং পর্যটন শিল্প নিয়ে কাশ্মীরের মানুষের সমস্যা এবং চাহিদার কথা শুনে বিস্তারিত রিপোর্ট তৈরি করছি আমরা৷ এই রিপোর্ট পেশ করা হবে কেন্দ্রীয় সরকারের কাছে৷ আমরা দেখেছি, কাশ্মীরে আগের তুলনায় ভয় কেটেছে৷ পহেলগাঁওতে অবশ্য এখনও অন্যান্য রাজ্যের পর্যটকরা যাচ্ছেন না৷ তবে সেখানে কাশ্মীরের বিভিন্ন প্রান্তের পর্যটকরা যাচ্ছেন৷ আমরা চেষ্টা করব আমাদের রিপোর্টের মাধ্যমে কাশ্মীরের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করার৷
সংসদীয় সূত্রের দাবি, বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মঙ্গলবার স্থির হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক নিয়ে মোদি সরকারের অবস্থান জানতে চাইবে কমিটি৷ এই প্রসঙ্গে তলব করা হতে পারে সরকারের শীর্ষ আমলাদেরও৷

Latest article