বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: উত্তরের বিপর্যয়ে গত ৫ অক্টোবর ভারত-ভুটান সীমান্তের পাহাড়ি নদী মেচির প্রবল জলোচ্ছ্বাসে ভেসে এসেছিল একটি খুদে হস্তিশাবক (elephant calf Lucky)। তাকে দলে ফেরানোর চেষ্টা করলেও দল তাকে নেয় না। সেই খুদে এখন আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায় খেলে বেড়াচ্ছে অন্যান্য সঙ্গীসাথীদের সঙ্গে। এত বিপর্যয়ের মধ্যেও সৌভাগ্যবশত সেদিন বেঁচে গিয়েছিল শাবকটি। বুধবার তার নামকরণ করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাগ্যের জোরে বেঁচে যাওয়া শাবকটির নাম রাখলেন ‘লাকি’। ভারী বৃষ্টিপাতের কারণে কার্শিয়াঙের মেচি নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়ার পর প্রায় ১৫ দিন বয়সের ওই মাদি হস্তিশাবককে উদ্ধার করা হয়। তারাবাড়ি এলাকায় নেপাল ও ভারতের জনগণের সহযোগিতায় যৌথভাবে নদী থেকে এটিকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- পাহাড়ে পাহাড়ের ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, ছোটদের হাতে দিলেন চকোলেট
পরবর্তীতে, উদ্ধার করা হস্তী শাবক টিকে তার মায়ের সাথে পুনর্মিলন করাতে কার্সিয়ং বিভাগের পানিঘাট্টা রেঞ্জের কোলাবাড়ি বিটের অন্তর্গত কোলাবাড়ি বনে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করে দেখা যায় সেটি হাতির পালের সাথে পুনরায় মিলিত হতে পারেনি এবং একা একাই বনে ঘুরে বেড়াতে থাকে।
শাবকটির (elephant calf Lucky) বয়স এবং শারীরিক দুর্বলতা বিবেচনা করে, সেটিকে ৮ অক্টোবর চিকিৎসা ও যত্নের জন্য জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছিল। চিকিৎসকদের প্রচেষ্টায় এখন শাবকটি সম্পূর্ণ সুস্থ।