হরিয়ানায় ২ পুলিশের আত্মহত্যার পিছনে রয়েছে বড় গ্যাংস্টার? চাঞ্চল্য

Must read

হরিয়ানা : পরপর ২ সিনিয়র পুলিশ অফিসারের আত্মঘাতী হওয়ার ঘটনার তদন্ত ক্রমশ মোড় নিচ্ছে নতুন দিকে। হরিয়ানার (haryana police) এই দুটি চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে প্রাথমিকভাবে সে-রাজ্যের পুলিশের অভ্যন্তরীণ জাতিগত বৈষম্য, দুর্নীতি এবং অনৈতিকভাবে টাকা তোলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এরই পাশাপাশি এবার গ্যাংস্টার যোগেরও সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এবং এই গ্যাংস্টার যোগের সম্ভাবনা সামনে আসার ফলে হরিয়ানা পুলিশের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নচিহ্নের মুখে। লক্ষণীয়, সিনিয়র আইপিএস অফিসার পূরণ কুমার আত্মহত্যার আগে ঊর্ধতন অফিসারদের বিরুদ্ধে জাতিগত বৈষম্য এবং হয়রানির অভিযোগ এনেছিলেন। কিন্তু এরপরেই আরও এক চাঞ্চল্যকর ঘটনা ঝড় তোলে হরিয়ানায় (haryana police)। অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর সন্দীপ লাথারও নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এবং সুইসাইড নোটে দুর্নীতির অভিযোগ আনেন পূরণ কুমারের বিরুদ্ধেই!

আরও পড়ুন- ভেসে-আসা হস্তিশাবকের নাম মুখ্যমন্ত্রী রাখলেন লাকি

Latest article