নয়া ঘূর্ণাবর্ত, এখনই নয় শীতের অনুভূতি

Must read

প্রতিবেদন : ধীরে ধীরে শীতের আগমন ঘটছে বাংলায়। বর্ষা বিদায়ের পরেই ক্রমশ আবহাওয়া (weather update) শুষ্ক হচ্ছে। কিন্তু এর মধ্যেই ফের নিম্নচাপের চোখরাঙানি। চলতি মাসেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তারিখ ২৭ অক্টোবর হতে পারে। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের মান্যক সংস্থা ওয়েদার ফরকাস্টিং সিস্টেম জানিয়েছে, ২৫ অক্টোবর ভোর ৩টেয় দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি-শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। এরপর সেটির তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ও ওড়িশার উপকূল, অর্থাৎ গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল হতে পারে।

তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও বাংলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। কোথাও কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। আগামী দু’দিনের মধ্যে সারাদেশ থেকেই বর্ষা বিদায় (weather update) নেবে। পুবালি ও দক্ষিণ-পুবের বাতাস প্রভাব বিস্তার করবে দক্ষিণ ভারতের উপর। শুরু হবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

আরও পড়ুন- দিল্লি-এনসিআরে সবুজ বাজি ব্যবহারে সুপ্রিম অনুমতি

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি দিনের বেলায় সামান্য থাকতে পারে। বাতাসে ক্রমশ কমবে জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের কারণে রাতে শিশির, সকালে হালকা কুয়াশা দেখা দেবে। দক্ষিণ-পশ্চিম বাতাস ও উত্তর-পশ্চিমের বাতাসের সংস্পর্শে খুব সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা বা ধোঁয়াশার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে জলীয় বাষ্পের প্রভাব থাকায় শীতের শিরশিরানি অনুভূত হবে না এখনই।

Latest article