প্রধানমন্ত্রীর নতুন দফতর সেন্ট্রাল ভিস্তায়

স্বাধীনতার পরে এই প্রথমবার ঐতিহ্যবাহী ঐতিহাসিক লুটিয়ান দিল্লির সাউথ ব্লক ছেড়ে প্রধানমন্ত্রী মোদি দফতরের নতুন ঠিকানা বদল করছে

Must read

নয়াদিল্লি: মোদি সরকারের নাম বদলের রাজনীতি সর্বজনবিদিত। মোঘল আমলের রাস্তার নাম বদল, রেল স্টেশনের নাম বদল, সরকারি প্রতিষ্ঠানের নাম বদল নিয়ে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদি-শাহ ডবল ইঞ্জিন সরকার।

আরও পড়ুন-৩৪টি ওষুধ নিম্নমানের বলে ঘোষণা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের

স্বাধীনতার পরে এই প্রথমবার ঐতিহ্যবাহী ঐতিহাসিক লুটিয়ান দিল্লির সাউথ ব্লক ছেড়ে প্রধানমন্ত্রী মোদি দফতরের নতুন ঠিকানা বদল করছে। সেন্ট্রাল ভিস্তায় প্রধানমন্ত্রী ভবনের এক্সজিকিউটিভ এনক্লেভ-১ সেবা তীর্থ-১ নতুন দফতর তৈরি হয়েছে। দিওয়ালির পরে প্রধানমন্ত্রী নতুন দফতর সরে যাবে সেন্ট্রাল ভিস্তার এই নতুন প্রকল্পে। ২০ হাজার কোটি টাকা ব্যায়ে মোদি সরকার এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি করেছে। সেবা তীর্থ-১ প্রধানমন্ত্রীর দফতরের পাশে সেবা তীর্থ-২ মন্ত্রীসভার সচিবালয়। সেবা তীর্থ-৩ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতর তৈরি করা হয়েছে।

Latest article