মেডিক্যালে ৪৭৪ আসন বৃদ্ধি বাংলায়

Must read

প্রতিবেদন: ডাক্তারি পড়ুয়াদের জন্য খুশির খবর। বাংলায় (Bengal MBBS Seat) বাড়ল এমবিবিএস-এর আসনসংখ্যা। সার্বিকভাবে মোট ৪৭৪টি আসন বাড়ানো হল বাংলার মেডিক্যাল কলেজগুলিতে। এতদিন যেখানে এমবিবিএস-এর আসনসংখ্যা (Bengal MBBS Seat) ছিল ৫৭০০, এবার তা বেড়ে হল ৬১৭৪। তবে কলকাতার আরজি কর, এনআরএস, এসএসকেএম কিংবা কলকাতা মেডিক্যাল কলেজে আসনসংখ্যা একই থাকছে। বৃদ্ধি পাচ্ছে জেলার মেডিক্যাল কলেজগুলির আসনসংখ্যা। যদিও শুধু বাংলা নয়, গোটা দেশেই মেডিক্যালে ৯ হাজার আসন বেড়েছে।

আরও পড়ুন-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে হাজির কৃষি দফতর

Latest article