বৃহস্পতিবার সকালে নিমতলা (Nimtala) ঘাটের কাছে হঠাৎ গঙ্গায় তলিয়ে গেল একটি ওয়াগন আর গাড়ি। ঘটনার সময় গাড়িতে কেউ ছিল না বলেই খবর। আপাতত বিশেষ ধরণের ক্রেন এনে উদ্ধারের কাজ চলছে। সূত্রের খবর ঘটনায় আহত হয়েছেন চারজন। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের তরফে তবে চোট গুরুতর নয়। রিভার ট্রাফিক সূত্রে খবর, গাড়িটি দাঁড় করিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারা। ঢালু থাকায় হঠাৎ গাড়িতে গড়িয়ে চলে যায় গঙ্গার ধারে।
আরও পড়ুন-ট্রাম্পের ভয়ে রাশিয়া থেকে তেল কিনছেন না মোদি! কটাক্ষ বিরোধীদের, বিবৃতি দিল দিল্লি
প্রাথমিকভাবে স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন ভারী কিছু হয়ত নদীতে পড়েছে তবে পরে বুঝতে পারেন সেটা আসলে একটা গাড়ি। জোয়ারের টানে মুহূর্তের মধ্যেই গঙ্গার মাঝ বরাবর গিয়ে তলিয়ে যায় সেটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জোরাবাগান থানার পুলিশ ও ট্র্যাফিক গার্ড। এরপরেই শুরু হয় উদ্ধারকাজ। কীভাবে গাড়িটি গঙ্গায় পড়ল আর কেনই বা গাড়ির মালিকরা এতটা উদাসীন স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন উঠছে। অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি তাঁর মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। গাড়িটি নিমতলা শ্মশানঘাটের কাছে দাঁড় করানো ছিল। গাড়িটির হ্যান্ডব্রেক না টানার ফলে সেটা গঙ্গার দিকে গড়িয়ে যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করেছিলেন তবে সফল হন নি। গাড়ির ভিতরে কেউ না থাকলেও ঘাটে শুয়ে থাকা চারজনের চোট লাগে। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর যদিও ছেড়ে দেওয়া হয়েছে।