দার্জিলিঙে পুজো দিয়ে মহাকাল মন্দির সংক্রান্ত বড় মুখ্যমন্ত্রীর ঘোষণা

শিলিগুড়িতে হতে চলেছে সবচেয়ে বড় মহাকাল মন্দির। বৃহস্পতিবার, দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো এই ঘোষণ করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

শিলিগুড়িতে হতে চলেছে সবচেয়ে বড় মহাকাল মন্দির। বৃহস্পতিবার, দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো এই ঘোষণ করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি জানান, দার্জিলিঙের মহাকাল মন্দিরে যাতে বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা উঠতে পারেন, সেই জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। এদিন সূর্যমুখী ফুল, দুধ দিয়ে পুজো দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে দ্বিতীয় দফায় পাহাড় সফর সেরে এদিনই কলকাতা ফিরছেন মমতা।

আরও পড়ুন-বিজেপি রাজ্যে পুলিশে নিয়োগের পরীক্ষায় ৩০০ ‘চাকরি বিক্রি’ করে পলাতক মূল অভিযুক্ত

এদিন শৈলশহরের মহাকাল মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে প্রার্থনা করেন। স্থানীয়দের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। রবিবার থেকে হাসিমারা, মিরিক, সুকিয়াপোখরি এবং দার্জিলিং পরিদর্শন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি থেকে স্বজনহারা পরিবারকে আর্থিক সাহায্য ও একজন করে সদস্যকে নিয়োগপত্রও দিয়েছেন তিনি। জিটিএ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।

আরও পড়ুন-ট্রাম্পের ভয়ে রাশিয়া থেকে তেল কিনছেন না মোদি! কটাক্ষ বিরোধীদের, বিবৃতি দিল দিল্লি

এদিন মহাকাল মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিঙের মহাকাল মন্দির যথেষ্ট উঁচু। ফলে বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা উঠতে পারেন না। সেই জন্য গ্রিন কার অর্থাৎ ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। এর পরেই তিনি জানান, দিঘায় জগন্নাথ মন্দির করা হয়েছে। রাজারহাটে দুর্গাঅঙ্গন তৈরি হচ্ছে। এবার শিলিগুড়িতে তৈরি হবে খুব বড় মহাকাল মন্দির। সবচেয়ে বড় শিবমূর্তি থাকবে সেখানে। একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, ছন্দে ফিরছে পাহাড়। প্রচুর পর্যটক ফের আসছেন সেখানে।

Latest article