আপনার ফোন আপনার অস্ত্র। এবার ডিজিটাল আন্দোলনের পথে তৃণমুল কংগ্রেস। ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ, বৃহস্পতিবার তিনি লঞ্চ করলেন “আমি বাংলার ডিজিটাল যোদ্ধা” ক্যাম্পেইন। ২০২৬ এর আগে বাংলা বিরোধী বিজেপিকে জবাব দিতে তরুণ তরুণীদের তিনি আহ্বান জানালেন ডিজিটাল যোদ্ধা হিসেবে মাঠে নামতে। লঞ্চের মূহুর্ত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে এই নয়া ডিজিটাল প্রচার। নিজের ফেসবুকে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন।
আরও পড়ুন-দার্জিলিঙে পুজো দিয়ে মহাকাল মন্দির সংক্রান্ত বড় মুখ্যমন্ত্রীর ঘোষণা
অভিষেক বলেছেন, ”আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।
এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া – ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে।
যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়।”