বাংলার বিধানসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদি- অমিত শাহ সহ বিজেপি শীর্ষ নেতাদের মুখে শোনা যেত ‘ডবল ইঞ্জিনের’ গল্প। অর্থাৎ তাঁদের মতে, কেন্দ্রের মতো রাজ্যেও বিজেপি সরকার হলে উন্নয়নকে নাকি রোখা যাবে না। এবার বিজেপির সেই ডবল ইঞ্জিনের নমুনা দেখাল বিজেপি শাসিত রাজ্যগুলিই। সম্প্রতি এক রিপোর্টেই ফাঁস হয়েছে ‘ডবল ইঞ্জিন’ বিকল হওয়ার ছবি। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (সিএমআইই) বার্ষিক রিপোর্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তাতে দেখা যাচ্ছে, জুলাই মাসে দেশ জুড়ে নথিভুক্ত হওয়া বেকারত্বের হারের তালিকায় প্রথম পাঁচটি রাজ্যই বিজেপি শাসিত। অর্থাৎ ডবল ইঞ্জিনের মাহাত্ম্যে অতিমারির সময়ে কাজ হারানো মানুষের সংখ্যা বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সবচেয়ে বেশি।
আরও পড়ুন-‘স্বাস্থ্য ইঙ্গিত’, বাংলায় এবার বিনাব্যয়ে টেলিমেডিসিন প্রকল্প
বিশেষজ্ঞদের মতে, এই সময়ে কাজ হারানোর সবচেয়ে বড় কারণ করোনা পরিস্থিতি ও লকডাউন। যার ফলে মুখ থুবড়ে পড়েছে ভারতের অর্থনীতি। এর প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের উপর। অথচ তথাকথিত ডবল ইঞ্জিন থাকা বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই সমস্যা মেটানোর কোনও উদ্যোগ সেভাবে দেখা যায়নি। কেন্দ্রীয় সরকারের ঋণসর্বস্ব প্যাকেজের ‘ডবল ইঞ্জিন’ মডেলে রাজ্যবাসীর কোনওরকম সুবিধা হয়নি। উল্টে বহু মানুষ কাজ খুইয়েছেন। আর চাকরি থাকলেও অনেক ক্ষেত্রে বেতন হয়নি বা তাতে কোপ পড়েছে। প্রকাশিত তালিকায় দুই কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরি এবং জম্মু-কাশ্মীরও এই পাঁচ রাজ্যের মতোই বেকারত্বের তালিকার প্রথমদিকে স্থান পেয়েছে। কর্মহীনতায় বিজেপি শাসিত পাঁচ রাজ্যের পাশাপাশি গোয়ার সঙ্গে যুগ্মভাবে প্রথম সারিতে রয়েছে কংগ্রেস শাসিত রাজস্থানও।
আরও পড়ুন-খেলা হবে স্লোগানকে চিরস্থায়ী করার জন্য বিভিন্ন কর্মসূচি নিতে হবে, বললেন মমতা
সিএমআইই রিপোর্টে জুলাই মাসে যে ছ’টি রাজ্য বেকারত্বের নিরিখে প্রথম সারিতে রয়েছে, সেগুলি হল, হরিয়ানা (২৮ শতাংশ), গোয়া ও রাজস্থান (২১ শতাংশ), হিমাচল প্রদেশ, জম্মু- কাশ্মীর (১৫ শতাংশ), ত্রিপুরা ও বিহার (১৩ শতাংশ)। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ এবং বাম শাসিত কেরলে জুলাই মাসে বেকারত্বের হার ৭ শতাংশ।