রাজীব কুমারের আগাম জামিন মামলায় সুপ্রিম-ধাক্কা সিবিআইয়ের

Must read

আইনি যুদ্ধের প্রথম স্তরে জয় পেলেন আইপিএস (IPS) ও বর্তমানে রাজ্যের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar)। তাঁকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিন খারিজের আর্জি নিয়ে পালটা মামলা করে সিবিআই (CBI)। শুক্রবার ছিল এই মামলার শুনানি। শুরুতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের (Supreme court) প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ। পাশাপাশি রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সিবিআইয়ের দায়ের করা মামলার শুনানি হবে আগামী ৮ সপ্তাহ পরে। শুক্রবার এমনটাই জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

আরও পড়ুন-বর্ষা বিদায় নিলেও পিছু ছাড়ছে না বৃষ্টি! উধাও শীতের আমেজ

Latest article