নাবালিকার বিয়ে ঠেকাল শিলিগুড়ি পুলিশ, ধৃত ২

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মোটা টাকার বিনিময়ে পুরোহিতের বাড়িতে তাঁর মদতে হতে চলেছিল এক নাবালিকার বিয়ে। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানার পুলিশ (Siliguri Police) অভিযান চালিয়ে বিয়ের মণ্ডপ থেকে গ্রেফতার করল মূল অপরাধী পুরোহিত ও ২১ বছরের হবু বরকে। বৃহস্পতিবার গভীর রাতে অম্বিকানগরে পুরোহিত অমৃত গাঙ্গুলির বাড়িতে বসেছিল ১৬ বছরের নাবালিকার বিয়ের আসর। হবু বর পীযূষ রায় মাত্র ২১ বছরের। উপস্থিত ছিল নাবালিকা ও হবু বরের পরিবারের লোকজন। দু-পক্ষের সহমতেই চলছিল বিয়ের প্রস্তুতি। যেহেতু মেয়েটি নাবালিকা, তাই পাড়াপড়শি ও প্রশাসনের অজান্তে গোপনে বিয়ে দিচ্ছিল পুরোহিত। সেই বিয়ের আসরে বিনা আমন্ত্রণে হাজির হয় এনজেপি থানার পুলিশ (Siliguri Police)। বিয়ের আসর থেকে গ্রেফতার করা হয় বর ও পুরোহিতকে। জানা গিয়েছে, পুরোহিত মোটা টাকার লোভে এই ধরনের কাজ করে থাকে। ধৃতদের চাইল্ড ম্যারেজ অ্যাক্টে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়৷

আরও পড়ুন-‘বহিরাগত’ মন্তব্য নিয়ে গদি মিডিয়ার মিথ্যাচার, কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Latest article