প্রতিবেদন : একেবারে সিনেমার মতো ধাওয়া করে খুনে অভিযুক্ত ভিনরাজ্যের দুষ্কৃতীদের ধরল কলকাতা পুলিশ। রাজস্থানে (Rajasthan Killing) জিমে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুন করে বাংলায় এসে গা-ঢাকা দিয়েছিল ৪ দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে সল্টলেকে অভিযান চালিয়ে ফিল্মি কায়দায় তিনজনকে ধরল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। এখনও পলাতক এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে লালবাজারের গুন্ডাদমন শাখার কাছে খবর আসে রাজস্থানের কুচমান এলাকায় এক ব্যবসায়ীকে খুন করে সল্টলেকের পূর্বাচল আবাসনের আশেপাশে গা-ঢাকা দিয়েছে ৪ দুষ্কৃতী। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। এক দুষ্কৃতী আবাসনে ঢুকে ছাদে উঠে পড়ে। কিন্তু কার্নিশ বেয়ে নামার সময়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনজনকে গ্রেফতার করা গেলেও একজন পালিয়ে যায়। তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। কার সাহায্যে, কীভাবে দুষ্কৃতীরা কলকাতায় এসেছিল? কারা তাদের লুকিয়ে থাকতে সাহায্য করেছিল? সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন-‘বহিরাগত’ মন্তব্য নিয়ে গদি মিডিয়ার মিথ্যাচার, কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী