প্রতিবেদন : আমার কথার অপব্যাখ্যা করেছে এক শ্রেণির গদি মিডিয়া। আমি বহিরাগত বলতে একটি রাজনৈতিক দলকে বোঝাতে চেয়েছি। কিন্তু যাঁরা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, তাঁরা আমাদের কলকাতার মানুষদের থেকে কোনও অংশে কম নন। বরং অনেক বেশিই কলকাতার। শুক্রবার কালীপুজো উদ্বোধনে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-দিনের কবিতা
এদিন তিনি প্রথমে গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি ও শেক্সপিয়র সরণি ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব এবং ইন্ডিয়া ক্লাব, ভবানীপুর ভেনাস ক্লাবের পুজোর উদ্বোধন করেন। গদি মিডিয়ার বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, গদি মিডিয়া কথার অপব্যাখ্যা করেছে। আমি বাংলাকে ভাল চিনি। শহরের প্রতিটি ওয়ার্ড ভাল চিনি। কোন সম্প্রদায়ের মানুষ কোথায় থাকে জানি। যাঁরা দীর্ঘদিন ধরে রয়েছেন তাঁদের জন্য আমি বলিনি। ভোটের সময় বিজেপি বাইরে থেকে লোক নিয়ে আসে। কোভিডের সময় কেউ যখন বেরত না, আমি মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এখানকার যাঁরা ভোটার তাঁরা এখানকার নাগরিক, আমি তাঁদের কথা বলিনি। তাঁরা যে কোনও রাজ্যের হতে পারেন। আমি কাউন্সিলরদের বলেছি। বকেছি। এই যে কলকাতার কিছু কিছু জায়গায় অতিবৃষ্টির কারণে জল দাঁড়িয়ে গেল— কেন হল? তোমরা খবর রাখো? কলকাতা পুরসভা ৬ ঘণ্টার মধ্যে জল বের করে দিয়েছে। বিহার থেকে জল এসেছে তারপর। কলকাতা নৌকার মতো। সব জল এখানে এসে পড়ে। গঙ্গাও ডুবুডুবু ছিল। কারণ ডিভিসি জল ছেড়েছিল। ৩০০ মিলিমিটার বৃষ্টি হয় যেদিন সেদিন গঙ্গা ডুবুডুবু ছিল। আমি রোজ নবান্ন যাওযার সময় গঙ্গা দেখে বুঝতে পারি কখন জল ছাড়ছে। একটা আলো খারাপ হলেও ববিকে ফোন করে বলি। আমি গাড়িতে ঘুমোই না। চোখ-কান খোলা রেখে চলি। সেদিনও কোটালের বান এসেছিল। অমাবস্যা-পূর্ণিমাতে হয়। বর্ষাতে হয়। এখন হবে না। গদি মিডিয়া নেগেটিভ প্রচার করে।
মুখ্যমন্ত্রী বলেন, কাউন্সিলরদের জানা উচিত কেন এবার শহরের অনেক বহুতলে জল ঢুকেছিল! কারণ এই বাড়িগুলি তৈরির সময় ড্রেনেজ নিয়ে কোনও ভাবনা-চিন্তা করা হয়নি। যা খুশি তাই হয়েছে। কোনও পরিকল্পনা করা হয়নি।