ছোট ব্যোমকেশ

সিরিজের আকারে ‘ব্যোমকেশ’ তৈরি করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। হইচই-এর জনপ্রিয় মিনি সিরিজের আকারেই হাজির ‘ব্যোমকেশ’।

Must read

হইচই-এ মুক্তি পেয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ছোট ব্যোমকেশ’। আসর জমিয়ে দিয়েছেন দুই খুদে শিল্পী।
দর্শকদের মন জিতে নিয়েছে ব্যোমকেশ। আবারও। উৎসবের মরশুমে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে। সিরিজের আকারে ‘ব্যোমকেশ’ তৈরি করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। হইচই-এর জনপ্রিয় মিনি সিরিজের আকারেই হাজির ‘ব্যোমকেশ’। মিনি সিরিজ মানে স্বল্প দৈর্ঘ্যর কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি। অর্থাৎ অন্যান্য সিরিজের তুলনায় আকারে ছোট বলা যায়। আর এই ‘ব্যোমকেশ’ও কিন্তু আকারে ছোট। নাম ‘ছোট ব্যোমকেশ’। নাম ভূমিকায় অভিনয় করেছে আরুশ দে। তাঁর লুক এবং অভিনয় প্রশংসিত হয়েছে। সাদা পাঞ্জাবি, চোখে চশমা আর হাতে ঘড়ি। যেন সত্যিই এক সত্যান্বেষী। প্রচারের সময় মোশন পোস্টার ভাগ করে সমাজমাধ্যমে টিম হইচই লিখেছে, ‘বয়স কম, বুদ্ধি বেশ! দুষ্টুমির নেই কোনও শেষ! গোয়েন্দা নয়, সত্যান্বেষী, আমাদের ছোট ব্যোমকেশ।’

আরও পড়ুন-অঙ্গনওয়াড়ি-আশা কর্মীদের স্মার্টফোন কিনতে ১০ হাজার

বয়স কম। তবে আরুশ দুর্দন্ত অভিনেতা। তাঁকে এর আগে দেখা গেছে বিভিন্ন ধারাবাহিকে। এছাড়াও সম্প্রতি ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ শাশ্বত চট্টোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে।
ব্যোমকেশ থাকলে অজিত থাকবেই। সিরিজে অজিত চরিত্রে দেখা গেছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়কে। তার মোশন পোস্টারে লেখা হয়েছে, ‘নিজের কনফিডেন্টকে নিয়ে কনফিডেন্ট সে। প্রেজেন্টিং ব্যোমকেশের বেস্ট ফ্রেন্ড অজিত।’
সম্প্রতি ‘অঙ্ক কি কঠিন’ ছবিতে ঋদ্ধিমান অভিনয় করেছে। তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। দুই খুদে জুটি বেঁধে রহস্য সমাধানে নেমেছে।
কমলেশ্বর মুখোপাধ্যায় দারুণভাবেই ব্যবহার করেছেন দুই খুদে শিল্পীকে। ছোট সত্যান্বেষীর কাছে পৌঁছে গেছে ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুভেচ্ছা। পদ্মনাভ দাশগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার-সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর কাজও বেশ ভাল। সবমিলিয়ে সিরিজটি দেখার মতো। ছোট-বড় সবার খুব ভাল লাগবে।


প্রসঙ্গত, কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা ওয়েব সিরিজও আসছে। এ বারের গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’। সিরিজে ফেলুদা, জটায়ু এবং তোপসের চরিত্রে ফিরছেন যথাক্রমে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র। জানা গেছে, এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায়ের পর এই প্রথম ফেলুদা সিরিজ পরিচালনা করবেন কমলেশ্বর।

Latest article