আজ ফের ডার্বি, নজর মিগুয়েল-রবসন দ্বৈরথে, সমর্থন চান মোলিনা, হুঙ্কার বিনোর

রাত পোহালেই আরও একটা ডার্বি। কিন্তু তার ২৪ ঘণ্টা আগে দুই প্রতিপক্ষ শিবিরের ছবিটা সম্পূর্ণ আলাদা। লাল-হলুদে চনমনে মেজাজ।

Must read

প্রতিবেদন : রাত পোহালেই আরও একটা ডার্বি। কিন্তু তার ২৪ ঘণ্টা আগে দুই প্রতিপক্ষ শিবিরের ছবিটা সম্পূর্ণ আলাদা। লাল-হলুদে চনমনে মেজাজ। সেখানে সবুজ-মেরুনে কেমন যেন গুমোট পরিবেশ!
শনিবার যুবভারতীতে আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। চলতি মরশুমে ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারিয়েছিল মোহনবাগানকে। এদিকে, ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচ খেলতে না যাওয়া নিয়ে বেশ চাপে সবুজ-মেরুন শিবির। যা নিয়ে মোহনবাগান সমর্থকেরা নিরন্তর বিক্ষোভ দেখিয়ে চলেছেন। ইউনাইটেড ম্যাচের পর সমর্থকদের উপর পুলিশের লাঠি চার্জ এই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছে। এতটাই যে, ডার্বি বয়কটের ডাক দিয়েছেন সমর্থকদের একটা অংশ। শুক্রবার সাংবাদিক বৈঠকে জোসে মোলিনা তো বলেই ফেললেন, ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। আমি চাই, কাল আমাদের সমর্থকেরা মাঠে আসুক। কারণ ডার্বির মতো আবেগের ম্যাচ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সমর্থন। আমরা আগের ডার্বিটা হেরেছি। সুযোগ রয়েছে জিতে নিজেদের প্রমাণ করার। তাই ৯০ মিনিটের জন্য সবকিছু ভুলে আমাদের সমর্থন করুন।
কোচের মতো মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসও বলে গেলেন, গত কয়েক বছরে আমরা যে সাফল্য পেয়েছি, তার পিছনে ফুটবলারদের পাশাপাশি সমর্থকদেরও বড় ভূমিকা রয়েছে। আমরা ট্রফি জিতে একসঙ্গে সেলিব্রেট করেছি। ফুটবল খেলি সমর্থকদের জন্য। তাঁরা মাঠে এসে উৎসাহ দিলে বাড়তি জোর পাই। কাল সমর্থকদের জন্যই ডার্বি জিতে চ্যাম্পিয়ন হতে চাই।

আরও পড়ুন-মানুষের ভোটাধিকার লুট করতে চায় বিজেপি : রাজীব

এদিকে, এদিনের সাংবাদিক সম্মেলনে আসেননি কোচ অস্কার ব্রুজো বা ইস্টবেঙ্গলের কোনও ফুটবলার। সহকারী কোচ বিনো জর্জ এসে জানালেন, সকালের অনুশীলনে পর বিকেলে টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে ডার্বি নিয়ে বৈঠক করবেন অস্কার। তাই তিনি আসতে পারেননি। বিনোর হুঙ্কার, ডার্বি দুটো দলের কাছেই আবেগের ম্যাচ। এবছর আমরা ভাল দল গড়েছি। মোহনবাগান শক্তিশালী দল। তবে দলগত ফুটবলের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যে ওদের সঙ্গে আমরা পাল্লা দিতে পারি।
লাল-হলুদের সহকারী কোচ আরও বলেছেন, আমরা মোহনবাগানকে সমীহ করছি। প্রতিটি বিভাগেই ওদের ভাল ফুটবলার রয়েছে। তবে আমরাও তৈরি। ইস্টবেঙ্গল ২৯ বার এই টুর্নামেন্ট জিতেছে। কাল ৩০তম শিল্ড জয়ের জন্য ফুটবলাররা ঝাঁপাবে।
এই ডার্বির আলাদা মাত্রা দুই ব্রাজিলীয়র জন্য। রবসন রবিনহো ও মিগুয়েল ফিগুয়েরা। বসুন্ধরা কিংসে খেলার সময় দু’জনেই ছিলেন অস্কারের সেরা অস্ত্র। এবার রবসন খেলবেন সবুজ-মেরুন জার্সি গায়ে। মিগুয়েল লাল-হলুদ। শনিবার কে শেষ হাসি হাসেন, সেটাই দেখার। এদিকে, জাতীয় দলের আনোয়ার আলি নাওরেম মহেশ সিং যোগ দেওয়াতে ইস্টবেঙ্গলের শক্তি যেমন বেড়েছে। তেমনই শুভাশিস, লিস্টন, আপুইয়ার যোগদানে শক্তি বেড়েছে মোহনবাগানের। তবে প্রথম এগারো নিয়ে এদিন দু’দলই ধোঁয়াশা বজায় রেখেছে।

Latest article