কর্মসূত্রে ওমানে গিয়ে প্রতারণার শিকার বাংলার ১১ শ্রমিক! দেশে ফেরাতে তৎপর রাজ্য সরকার

Must read

কাজের সূত্রে ওমানে গিয়েছিলেন বাংলার ১১ জন পরিযায়ী শ্রমিক। একটি অসাধু নিয়োগ সংস্থার দ্বারা প্রতারণার শিকার হন তাঁরা। অসহায় অবস্থায় পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। এই খবর জানতে পেরেই তাঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার (west bengal government)। সাহায্য করেছেন তাঁদের। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার (west bengal government)। তারই মধ্যে সামনে এল মুর্শিদাবাদের ১১ জন পরিযায়ী শ্রমিকের ওমানে অনাহারে আটকে থাকার ঘটনা। ঘটনার খবরের পরই পরিযায়ী শ্রমিকদের ওমানে ভারতীয় দূতাবাসের হেফাজতে রেখেছেন। খাওয়ার এবং থাকার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- আজ ফের ডার্বি, নজর মিগুয়েল-রবসন দ্বৈরথে, সমর্থন চান মোলিনা, হুঙ্কার বিনোর

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, “কর্মসূত্রে ওমানে যাওয়া মুর্শিদাবাদের ১১ জন পরিযায়ী শ্রমিক একটি অসাধু নিয়োগ সংস্থার দ্বারা প্রতারণার শিকার হয়ে ওখানেই আটক হয়ে পড়েছিলেন। সহায়-সম্বলহীন অবস্থায় তাঁরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।
তাঁদের দুর্দশার খবর পেয়ে আমাদের জনদরদি মা-মাটি-মানুষের সরকার তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে, তাঁদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করেছে। রাজ্য সরকারের সক্রিয় প্রচেষ্টার ফলে মানুষগুলো এখন ওমানে ভারতীয় দূতাবাসের হেফাজতে আছেন, যেখানে তাঁদের খাবার ও থাকার সুব্যবস্থা করা হয়েছে।
জীবিকার সন্ধানে বাড়ি ছেড়ে আসা এই মানুষগুলো এখন তাঁদের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য সাহায্য চেয়েছেন। আমরা আশা করি বিদেশমন্ত্রক এই বিষয়ে দ্রুত এবং মানবিক পদক্ষেপ করবে, যাতে তাঁরা নিরাপদে দেশে ফিরে আসতে পারেন।”

Latest article