কালীপুজোয় বৃষ্টি থেকে স্বস্তি! উৎসবের মরশুমে কেমন থাকবে আবহাওয়া

বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। ফলে পুজোর আনন্দে বৃষ্টির ভিলেন হওয়ার সম্ভাবনা কম। রবিবার সহ আগামী কয়েক দিনে কেমন থাকবেব আবহাওয়া?

Must read

বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। ফলে পুজোর আনন্দে বৃষ্টির ভিলেন হওয়ার সম্ভাবনা কম। রবিবার সহ আগামী কয়েক দিনে কেমন থাকবেব আবহাওয়া?
সোমবার কালীপুজো হলেও শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ধনতেরাস। রবিবারও কেনাকাটার রেশ থাকবে। রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা হালকা হলেও আছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে এবং উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলাতে।সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ এবং ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন-কেন্দ্রের তুঘলকি ফরমান, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে

উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই। কালীপুজো থেকে ভাইফোটা পর্যন্ত আকাশ পরিস্কার থাকবে । সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বাকি সময় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। ফলে সন্ধ্যা থেকেই আতসবাজীর রোশনাইয়ে আলোকিত হবে আকাশ বাতাস।
দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Latest article