ভিনরাজ্যে কাজে গিয়ে যে এমন মর্মান্তিক পরিণতি হবে সেটা কল্পনা করতে পারেনি মশিয়ার বিশ্বাসের (৩১) পরিবার। গুজরাতে (Gujrat) হঠাৎ করেই মৃত্যু হল নদিয়ার পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি। কিন্তু ঠিক কীভাবে মৃত্যু হল, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে।
পরিবার সূত্রে খবর, নদিয়ার হরিণঘাটা থানার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের কুরুম বেরিয়াম এলাকার বাসিন্দা মশিয়ার দু’মাস আগে গুজরাতে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার একটি নির্মীয়মাণ বহুতলে দোতলার কাজ চলাকালীন হঠাৎই ছাদ থেকে পড়ে যান ওই যুবক।
আরও পড়ুন-কালীপুজোয় বৃষ্টি থেকে স্বস্তি! উৎসবের মরশুমে কেমন থাকবে আবহাওয়া
তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে সেখানেই মৃত ঘোষণা করেন। মৃতদেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। হরিণঘাটায় তাঁর পরিবারকে ঘটনা জানানো হলে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। শনিবার সন্ধ্যায় গুজরাত থেকে তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছয়। মৃতের বাবা মঞ্জুর আলি বিশ্বাস এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন ছেলে গুজরাতে কাজ করত। ফোনে কথা হত। শুনেছেন বিল্ডিং থেকে পড়ে গেছে। একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে অথৈ জলে পড়েছে গোটা পরিবার। তাঁর মৃত্যুতে অনিশ্চয়তার মুখে গোটা পরিবার।
আরও পড়ুন-বিশাল হাতে শিল্ড বাগানের
তবে এই মৃত্যু দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ আছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।