উত্তরাখণ্ডে সড়ক দুর্ঘটনায় মৃত ৪ উত্তরপ্রদেশের শ্রমিক

সামনেই দীপাবলি ও কালীপুজো। এর মাঝেই ভিনরাজ্যে থেকে নিজের রাজ্যে ফিরছেন বহু শ্রমিক। কিন্তু পরিবারের সাথে আর কাটানো হল না এবারের উৎসব

Must read

সামনেই দীপাবলি ও কালীপুজো। এর মাঝেই ভিনরাজ্যে থেকে নিজের রাজ্যে ফিরছেন বহু শ্রমিক। কিন্তু পরিবারের সাথে আর কাটানো হল না এবারের উৎসব। শনিবার উত্তরাখণ্ডের (Uttarakhand) উধম সিং নগর জেলায় একটি পিকআপ ট্রাকের সাথে ট্রাক্টর-ট্রলির মুখোমুখি সংঘর্ষে উত্তর প্রদেশের চারজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। খাতিমা-নানকানা সাহিব সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয়।

সূত্রের খবর, গুরুতর আহত আরও তিনজনকে খাতিমার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁদের অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। শ্রমিকরা খাতিমা এলাকায় একটি ঠিকাদারের কাছে কাজ করছিলেন এবং দীপাবলির জন্য উত্তরপ্রদেশের সম্ভালে নিজেদের বাড়ি ফিরছিলেন। নিহত শ্রমিকদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহগুলি শনাক্ত করে পরিবারকে খবর দেওয়ার প্রক্রিয়া চলছে।

Latest article