বড়মা বীণাপাণি দেবীর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মতুয়া সমাজের বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

মতুয়া সমাজের বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।
মতুয়া মহা সংঘের বড়মা, বীণাপাণি দেবী সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক ছিল। অসুস্থ বড় মাকে বারবারই দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীণাপাণি দেবীর জন্ম দিবসে সমাজ মাধ্যমে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-তমলুকে বিজয়ামঞ্চে বিজেপি ছেড়ে যোগ পঞ্চায়েত প্রধান ও সদস্যের, ছাব্বিশে জামানত বাজেয়াপ্তর হুমকি সায়নীর

বীণাপাণি দেবীর মূর্তিতে মাল্যদান করার একটি ছবি পোস্ট করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “পিছিয়ে পড়া মানুষের দরদী ও সমগ্র বিশ্বের বঞ্চিত সমাজের মতুয়া তথা সকলের নয়নের মণি বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ এবং প্রণাম।“
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি বড় মা-র জন্ম দিবসে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও। দলের সোশ্যাল মিডিয়ার পেজে বীণাপানি দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, শ্রদ্ধেয় বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে প্রণাম ও শ্রদ্ধা।
১৯১৮ সালে জন্মগ্রহণ করেছিলেন বড়মা বীণাপাণি দেবী। তিনি ছিলেন হিন্দু ধর্মীয় সংস্কারবাদী আন্দোলের অন্যতম মুখ। মতুয়া মহাসংঘের আন্দোলনের প্রধান নেত্রী। বীণাপাণি দেবী তাঁর আসল নাম তবে বড়মা নামটি মতুয়া সমাজ এর পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছিল পাশাপাশি। মতুয়াদের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা ও তিনি। ২০১৯ সালে ৫ই মার্চ তিনি প্রয়াত হন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগেছিলেন।

Latest article