প্রতিবেদন: কালীপুজো এসে গেলেও এখনই শীত পড়ার সম্ভাবনা নেই। বরং নতুন ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে নিম্নচাপ। কালীপুজোর দিন আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে আকাশ থাকবে। কালীপুজো, দেওয়ালি ও ভাইফোঁটায় বৃষ্টির (west bengal weather) কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন- প্যারিসের ল্যুভর মিউজিয়ামে ডাকাতি! লক্ষ লক্ষ টাকার গয়না লুঠ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে (west bengal weather)। যদিও উপকূলের কাছাকাছি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলেও স্বল্প স্থায়ী হবে। বঙ্গোপসাগরে ও দক্ষিণ আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যদিও পশ্চিমবঙ্গ থেকে তা অনেকটাই দূরে। ২১ তারিখ এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এর পরবর্তী দু’দিন ইনটেনসিটি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।