সোমবার সকাল সাড়ে ৩ টে নাগাদ হংকং (HongKong) বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে হঠাৎ সমুদ্রে ছিটকে পড়ল একটি কার্গো বিমান। সূত্রের খবর, ঘটনায় দুইজন নিহত হয়েছেন। হংকং বিমান-বন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে দুবাই ফেরত বিমানটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে বিমানবন্দরে কর্মরত দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে হংকং বিমানবন্দরের উত্তর রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে থেকে অপারেশন চলছে।
আরও পড়ুন-তৃণমূলে রদবদল সংখ্যালঘু সেল ও ব্লক সভাপতি পদে
বোয়িং ৭৪৭ মালবাহী বিমানটি তুর্কি বিমান পরিবহন সংস্থা AirACT-এমিরেটস স্কাইকার্গোর উড়ান, ফ্লাইট নম্বর EK9788। এটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাচ্ছিল। হংকংয়ের অসামরিক বিমান চলাচল বিভাগ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে তারা বিমান সংস্থা এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত সকল আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখছে।
প্রসঙ্গত, আগের দিনই মাঝ আকাশে বিমানে এক যাত্রীর ব্যাগে রাখা পাওয়ার ব্যাঙ্কের লিথিয়াম ব্যাটারি ফেটে বিপত্তি ঘটে। জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বিমানের মধ্যে আগুনের সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চিনের হাংঝৌ থেকে দক্ষিণ কোরিয়ার সোল যাওয়ার পথে Air China-র বিমানে এই ঘটনা ঘটে। বিমানের মধ্যে ওভারহেড কেবিনে রাখা এক যাত্রীর ব্যাগে বিস্ফোরণ ঘটে এবং সেটা থেকে আগুন জ্বলে ওঠে।