ব্রহ্মপুত্র আবাসনে আগুন, তৃণমূলের সুরে বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের

বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে কেজরিওয়াল মন্তব্য, ছয়মাস সরকারে এসে দিল্লিতে সবকিছু বরবাদ করে দিয়েছে বিজেপি।

Must read

নয়াদিল্লি: দিল্লির সাংসদদের ব্রহ্মপুত্র আবাসনে আগুনের ঘটনায় তৃণমূল সাংসদ সাকেত গোখেলের সুরে সুর মিলিয়ে দিল্লিতে বিজেপি সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভপ্রকাশ করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে কেজরিওয়াল মন্তব্য, ছয়মাস সরকারে এসে দিল্লিতে সবকিছু বরবাদ করে দিয়েছে বিজেপি। রবিবার ব্রহ্মপুত্র আবাসনের পরিস্থিতি স্বাভাবিক হলেও পরিবেশ এখনও থমথমে। সেখানকার আবসিকদের মধ্যে ভয় এখনও কাটেনি। গোটা আবাসন কার্যত সিল করে দেওয়া হয়েছে। সাংসদদের থাকার জন্য এই বহুতলে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা সত্ত্বেও কীভাবে আগুন লাগল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কিন্তু ঠিক কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা সাংসদ সাকেত গোখেল জানিয়েছেন যেসময় ঘটনাটি ঘটেছে সেইসময় তাঁর মা এবং বোন ওই আবাসনে ছিলেন। ঈশ্বরের কৃপায় তাঁরা নিরাপদে আছেন। তিনি আরও বলেন, তৃণমূলের অন্যান্য সাংসদ সুব্রত বক্সি, মমতা ঠাকুর এই আবাসনেই থাকেন।

আরও পড়ুন-ফের ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ মার্কিন মুলুক জুড়ে

বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল সাংসদ সাকেত বলেন, শুধু সাংসদ নয়, অন্যান্য স্টাফরাও এই আবাসনে থাকেন। স্থানীয় বিজেপি বিধায়ক ও মন্ত্রী সাহেব সিং অন্যত্র ব্যস্ত ছিলেন। তিনি নির্বাচনের সময় অর্থ বিতরণে ব্যাপকভাবে সক্রিয় ছিলেন। কিন্তু এখন তিনি নিখোঁজ। কটাক্ষ করেন সাকেত। আগুনে ক্ষয়ক্ষতিতে এই আবাসনের দরিদ্র কর্মচারীরা সব হারিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারের এই বেহাল দশার জবাব দিতে হবে। মোদি সরকারের অধীনে, সিপিডব্লু দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে।

Latest article