প্রতিবেদন : আজ দীপান্বিতা কালীপুজো। আলোর উৎসবে মাতবে শহর থেকে গ্রাম। কালীপুজো ও দীপাবলির এই উৎসবের দিনগুলিতে শহর কলকাতার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং দূষণ রুখতে নিষিদ্ধ বাজিতে আরোপ করা বিধিনিষেধ কার্যকর করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। সোমবার ও মঙ্গলবার প্রায় ৫ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে শহর জুড়ে। কর্তব্যরত পুলিশকর্মীদের দুই শিফটে ভাগ করা হয়েছে। অবৈধ বাজি ও ফানুস ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। উৎসবের দু’দিন প্রতিটি শিফটে প্রায় ৫০টি পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) ভ্যান শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে।
আরও পড়ুন-দীপাবলির আগেই ‘ভয়ানক’ রাজধানীর বায়ুদূষণ
পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস) এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) ইউনিট সতর্ক অবস্থায় থাকবে। নজরদারি আরও বাড়াতে শহরজুড়ে ৪৫০টিরও বেশি পুলিশ পিকেট বসানো হচ্ছে। থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা ইতিমধ্যেই বিভিন্ন আবাসন কমপ্লেক্স ও বহুতল সমিতিকে নিরাপত্তা বিষয়ক ‘করণীয় ও অকরণীয়’ নির্দেশাবলি জানিয়ে দিয়েছেন। ট্রাফিক ও গোয়েন্দা বিভাগের আলাদা মোতায়েন ছাড়াও উৎসবের সময় অতিরিক্ত নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে। ডেপুটি কমিশনাররা রাস্তায় নেমে পুরো অপারেশন তদারকি করবেন, তাঁদের সহায়তা করবেন সহকারী কমিশনাররা। আবার রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, কালীপুজোর সময় অতিরিক্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা হিসেবে কলকাতা, বারাসত ও নৈহাটি অঞ্চলে ৫১টি অস্থায়ী ফায়ার স্টেশন স্থাপন করা হবে। কারণ, এই এলাকাগুলিতেই রাজ্যের সবচেয়ে বেশি কালীপুজো হয়। পাশাপাশি মোটরসাইকেল-ভিত্তিক দ্রুত অগ্নিনির্বাপক টিমও রাস্তায় থাকবে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।