রবিবার উত্তরপ্রদেশের (UttarPradesh) ফতেহপুরে এমজি কলেজ মাঠে বাজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, একটি অস্থায়ী বাজি বাজারে আগুন লেগে ৬৫টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। অনেক মোটরসাইকেলও নষ্ট হয়ে গিয়েছে। পুলিশের তরফে খবর কয়েক কোটি টাকার বাজি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আরও পড়ুন-কালীপুজোয় চেতলাই কলকাতার বারাসাত
জানা গিয়েছে দুপুর ১২.৩০ শর্ট-সার্কিট থেকে একটি বাজির দোকানে প্রথমে আগুন লাগে কিন্তু আশেপাশের সব দোকানে বাজি থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একাধিক দোকানে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু হয়ে যায়। ফতেহপুরের চিফ ফায়ার অফিসার (CFO) জয়বীর সিং এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ১৫-২০ মিনিটের মধ্যে পুরো বাজার আগুনে ঝলসে যায়। ৬৫-৭০টি দোকান এবং অনেক দুই চাকার গাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কোনও হতাহতের খবর নেই।
আরও পড়ুন-ভিনদেশি সাধু উগ্র তারা মন্দির গড়ে শুরু করেন শ্মশানকালীর পুজো
প্রসঙ্গত, এই ঘটনার পর বাজি বিক্রেতাদের অভিযোগ খবর দেওয়া হলেও ঘটনাস্থলে দমকলের গাড়ি পৌঁছতে প্রায় ২০ মিনিট দেরি করেছিল। দমকল তৎপর হলে কিছুটা হলেও ক্ষতির পরিমান কমানো যেত বলেই তারা মনে করছেন। খবর পেয়ে ফতেহপুরের এসপি অনুপ কুমার সিং এবং জেলাশাসক রবীন্দ্র সিং ঘটনাস্থলে পৌঁছন। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে জেলাশাসক তদন্তের নির্দেশ দিয়েছেন।