কালীপুজোর দিন সোমবার সকালে মুম্বইয়ের (Mumbai) কোলাবার কুফে প্যারেড চউল থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে নাবালকের মৃত্যু। এদিনের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত ৩ জন। সূত্রের খবর, সোমবার ভোর সোয়া চারটে নাগাদ একটি বাড়ির একতলায় আগুন লাগে। আগুনে যশ বিত্তল খোট নামে ১৫ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। বিরাজ খোট, সংগ্রাম কুরনে এবং দেবেন্দ্র চৌধুরি নামে তিনজন গুরুতর আহত হয়েছেন। দ্রুত উদ্ধার করে সেন্ট জর্জ’স হাসপাতালে সকলকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই যশকে মৃত ঘোষণা করেন। বাকিরা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন-উত্তরপ্রদেশে বাজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬৫টির বেশি দোকান
পুলিশ সূত্রে খবর, আগুনে বাড়ির ইলেকট্রিক লাইন, তিনটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং কিছু ইলেকট্রনিক্স জিনিস পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখছে পুলিশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়েছে দমকলের তরফে।