কালীপুজো উপলক্ষে আলোর উৎসবে মেতে উঠেছে বাংলা। শ্যামা মায়ের (Shyama Puja) আরাধনায় সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতেও পুজোর আয়োজন। রবিবারই মাতৃমূর্তির রূপ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমবার সকালে নিজের লেখা ও সুরারোপিত গানে রাজ্যবাসীকে দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন তিনি। গানটি গেয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়। পাশাপাশি দিওয়ালি (Diwali) উপলক্ষেও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-মর্মান্তিক! মুম্বইয়ের কোলাবার কুফে প্যারেড চউলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত নাবালক
তিনি লিখেছেন, “দয়াময়ী মা,
আমার করুণাময়ী মা,
এসো মাগো আলোর দেবী,
আলো নিয়ে এসো মা।
অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে
শান্তি নিয়ে এসো মা।”
সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।”
দুর্গাপূজার শেষে শক্তির আরাধনায় ব্রতী বঙ্গবাসীকে কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি লক্ষ্মী গণেশের ছবি দিয়ে দিওয়ালি উপলক্ষেও শুভকামনা জানিয়েছেন তিনি।