লেক কালীবাড়িতে পুজো, আজ বড়মার মন্দিরে অভিষেক

কালীপুজোর বিকেলে হঠাৎ লেক কালীবাড়িতে হাজির সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পুজো দেন কালীমন্দিরে

Must read

প্রতিবেদন : কালীপুজোর বিকেলে হঠাৎ লেক কালীবাড়িতে হাজির সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পুজো দেন কালীমন্দিরে। নিজের হাতে মাতৃ প্রতিমাকে মালা পরিয়ে দেন। তারপর সপরিবার তিনি যোগ দেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয়। আজ মঙ্গলবার তিনি যাবেন নৈহাটির বড়মার মন্দিরে। সেখানে পুজো দেবেন সাংসদ।

আরও পড়ুন-দীপ জ্বালিয়ে-ভোগ রেঁধে বাড়ির কালীপুজোর সূচনা মুখ্যমন্ত্রীর, রয়েছেন অভিষেকও

এদিন কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার সমৃদ্ধি কামনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, কালীপুজো ও দীপাবলি আনন্দমুখর হয়ে উঠুক সবার জন্য। সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন। কালীপুজোর পুণ্য লগ্নে মায়ের কাছে শুধু এই কামনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মা কালীর আরাধনায় উপস্থিত থেকেও তিনি সকলের মঙ্গল কামনা করেন। এদিন লেক কালীবাড়িতে পুজো দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মন্দিরের সেবায়তদের সঙ্গেও কথা বলেন।

Latest article