চলে গেলেন আসরানি

কিংবদন্তী অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, গত চারদিন ধরে জুহুর ভারতীয় আরোগ্যনিধি হাসপাতালে ভর্তি ছিলেন গোবর্ধন আসরানি

Must read

মুম্বই : আলোর উৎসবের মাঝেই শোকসংবাদ। প্রয়াত কিংবদন্তী অভিনেতা আসরানি। দীর্ঘ অসুস্থতার পর সোমবার বিকেলে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবাদপ্রতিম কৌতুক অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। জন্মসূত্রে রাজস্থানি অভিনেতার পরিবারের তরফে সর্বভারতীয় সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এদিনই প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে পরিবার সূত্রে খবর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। সমাজমাধ্যমে শোক প্রকাশ করছে সারা দেশের শিল্পীমহল।

আরও পড়ুন-আবার ভারতের উপর শুল্ক চাপানোর হুমকি মার্কিন প্রেসিডেন্টের

কিংবদন্তী অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, গত চারদিন ধরে জুহুর ভারতীয় আরোগ্যনিধি হাসপাতালে ভর্তি ছিলেন গোবর্ধন আসরানি। তাঁর ভাইপো অশোক আসরানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফুসফুসে অত্যধিক জল জমে গিয়েছিল। তা থেকেই মৃত্যু। রমেশ সিপ্পির ‘শোলে’ থেকে ‘বাওয়ার্চি’, ‘চুপকে চুপকে’, ‘সরগম’, ‘অভিমান’সহ সত্তর-আশির দশকের একগুচ্ছ সিনেমায় তাঁর প্রাণোচ্ছল অভিনয় মানুষের মন জয় করেছে। শোলে ছবিতে তাঁর অভিনীত জেলার চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। পাঁচ দশকের দীর্ঘ কেরিয়ারে প্রায় ৩০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন কিংবদন্তী কৌতুকাভিনেতা।

Latest article