বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না পাঁচ বছরের শিশুটির। এরপরেই মঙ্গলবার দিল্লির (Delhi) নরেলা এলাকায় গভীর রাতে এক বাড়ি থেকে উদ্ধার হল শিশুটির ক্ষতবিক্ষত দেহ। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে নিহত শিশুর বাবার এক গাড়িচালক ঘটনাটি ঘটিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-নিন্দনীয়! মধ্যপ্রদেশে রকেটের লড়াই, আহত ৩৫
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ শিশুটির পরিবারের তরফে ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তল্লাশি শুরু হলে রাতের দিকে নরেলা এলাকার একটি ভাড়াবাড়ি থেকে শিশুটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে ওই বাড়িতে শিশুর বাবার অধীনে কর্মরত নিতু নামে এক চালক থাকতেন কিন্তু ঘটনার পর থেকে নিতু পলাতক। তাঁকে খোঁজার চেষ্টা চলছে। নিহত শিশুর বাবার পরিবহণের ব্যবসা রয়েছে তাই একাধিক গাড়িও আছে তাঁর। তাঁর অধীনে দু’জন চালক কাজ করতেন। সোমবার দুই চালকের মধ্যে বচসা হয় এবং সেটা হাতাহাতিতে পৌঁছে যেতেই শিশুটির বাবা হস্তক্ষেপ করেন। নিতুকে চড়ও মারেন তিনি বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে রাগ ও অপমানে ঘটনা ঘটিয়েছেন ওই চালক। সন্দেহ করা হচ্ছে নিতুই ছেলেটিকে অপহরণ করে, তার ভাড়া বাড়িতে নিয়ে যায় এবং ইট ও ছুরি দিয়ে অত্যন্ত হিংস্বাত্মকভাবে খুন করে। নিতু শিশুটির পরিচিত বলেই তার সাথে সহজেই চলে গিয়েছে শিশুটি ওই ভাড়াবাড়িতে।
আরও পড়ুন-বিজেপি নেতার আত্মীয়ের বাড়িতে আগুন, পাশে তৃণমূল কংগ্রেস বিধায়ক
পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) হরেশ্বর স্বামী এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন মঙ্গলবার দুপুরে বাড়ির বাইরে শিশুটি খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে অপহরণ করা হয়েছে বলে বিকেল সাড়ে ৩টে নাগাদ নরেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানায় একটি ফোন আসে। খোঁজাখুঁজির পর বাড়ির কাছেই একটি ভাড়াবাড়িতে তার দেহ পাওয়া যায়। অভিযুক্ত যুবক আপাতত পলাতক। তাঁকে খুঁজে বার করার জন্য একাধিক দল গঠন করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে খবর।