উলুবেড়িয়া-কাণ্ড গদ্দারকে তোপ অরূপের

Must read

প্রতিবেদন : উলুবেড়িয়ার হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনায় আগেই ধরা পড়েছিল এক ট্রাফিক হোমগার্ড-সহ দুজন। এবার সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে শেখ সম্রাট নামে তৃতীয় অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অস্থায়ী হোমগার্ডের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মূল অভিযুক্ত শেখ বাবুলালকেও। উলুবেড়িয়ার হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় অভিযোগ পেয়েই দ্রুত কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। তা সত্ত্বেও এই নিন্দনীয় ঘটনা নিয়ে বড় বড় কথা বলে বাজার গরম করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা গদ্দার অধিকারী। পাল্টা বিজেপি রাজ্যগুলিতে নারী নির্যাতনের পরিস্থিতি তুলে ধরে গদ্দারকে ধুয়ে দিলেন কাউন্সিলর তথা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী (arup chakraborty)। ভিডিও প্রতিক্রিয়ায় অরূপ বলেন, উলুবেড়িয়ার ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয়। পুলিশ দ্রুত ব্যবস্থাও নিয়েছে। কিন্তু এই ঘটনা নিয়ে গদ্দার অধিকারী যে বড় বড় কথা বলছেন, তাঁর নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বিজেপি বুথ সভাপতি তাপস দাস এক গৃহবধূকে সদলবলে ধর্ষণের চেষ্টা করেন! ঘটনাচক্রে সেই মহিলাও আগে সপরিবার বিজেপি করতেন।

আরও পড়ুন- শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগরে, সপ্তাহান্তে হাওয়া বদল

Latest article