সংবাদদাতা, মিরিক : মিরিক থেকে কাঁকড়ভিটা যাওয়ার পথে নৌলডাঁড়ার কাছে বুধবার দুপুরে এক মারাত্মক পথ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় (darjeeling accident) তিনজন নিহত হয়েছেন এবং আরও অনেকে গুরুতর আহত। স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় গাড়ির মধ্যে থাকা এক শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে শিশুর মা এখনও নিখোঁজ।
যাত্রিবাহী একটি চারচাকার গাড়ি পাহাড়ি (darjeeling accident) ঢালু রাস্তা পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বিলম্ব ঘটে। পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলিতে পাঠিয়েছেন। মৃতদেহের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। একজনের নাম ধনবাহাদুর কটওয়ার, নেপালের ধুলাবাড়ি এলাকার বাসিন্দা। গুরুতর আহত ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে ছ-জনকে নকশালবাড়ি ব্লক হাসপাতালে এবং বাকিদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর মিরিক মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে সেই সড়কে যা সম্প্রতি দুধিয়া সেতুর ক্ষতির কারণে মিরিক থেকে শিলিগুড়ি পর্যন্ত যাতায়াতের প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহার হচ্ছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে রাস্তা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিয়েছে।
আরও পড়ুন- উলুবেড়িয়া-কাণ্ড গদ্দারকে তোপ অরূপের