প্রতিবেদন : ২২ বছর পর ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। গত শনিবার ১৮ অক্টোবর ছিল শিল্ড ফাইনাল। ডার্বি জিতে খেতাব ঘরে তোলার চার দিন পর বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়ায় মোহনবাগান ক্লাবে আসছে শিল্ড। বুধবার ক্লাবের তরফে জানানো হয়েছে, ২৩ অক্টোবর বিকেল ৪টে থেকে মোহনবাগান ক্লাব লনে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড প্রদর্শিত হবে। একই সময়ে পতাকা উত্তোলন অনুষ্ঠানও হবে। ক্লাবের এই গর্বের মুহূর্তে অংশ নেওয়ার জন্য সকল সদস্য সমর্থকদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবারই দুপুর ১২টার বিমানে সুপার কাপে খেলতে গোয়া রওনা হচ্ছে মোহনবাগান। দলে কোনও চোট সমস্যা নেই।
আরও পড়ুন-লেফটেন্যান্ট কর্নেল পদ পেলেন নীরজ
শিল্ডের স্কোয়াড নিয়েই সুপার কাপ খেলতে যাচ্ছে জোসে মোলিনার দল। বুধবার স্প্যানিশ কোচের অধীনে কলকাতায় চুটিয়ে প্রস্তুতি সারেন জেসন কামিন্স, মনবীর সিংরা। অনুশীলন শেষে মিডফিল্ড জেনারেল তথা শিল্ডে দুরন্ত গোল করা আপুইয়া বললেন, সুপার কাপে ম্যাচ ধরে এগোনোই লক্ষ্য। এখনই ৩১ অক্টোবরের ডার্বি নিয়ে ভাবতে চাই না। তার আগে আরও দুটো ম্যাচ রয়েছে। ক্ষোভ ভুলে দলের পাশে থাকুন সমর্থকেরা, চাইছেন আপুইয়া। তিনি বলেন, সমর্থকেরা গত মরশুমের মতো আবার আমাদের সমর্থন করুন, পাশে থাকুন— এটাই আমরা চাই। আশা করি, আমরা এবারও তাঁদের আনন্দ দিতে পারব। এফসি গোয়া সবচেয়ে কঠিন চ্যালেঞ্জার হবে। ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি-ও শক্ত প্রতিপক্ষ। শিল্ড ফাইনালে দূরপাল্লার শটে গোল নিয়ে তিনি বলেন, দূরপাল্লার শটে গোলের পিছনে রয়েছে নিয়মিত প্রস্তুতি।