‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
মরে
কেন ঝড় উঠছে না?
কেন বর্ষণ আসছে না?
কেন প্রকৃতি জাগছে না?
কেন ঢেউ নাচছে না?
বিপ্লব কোথায় দেখছি না!
অসহায় মানুষ কাঁদছে না!
রাস্তা খালি ডাকছে না!
হারানো দিন আসছে না।
পুঁজি আছে ‘বাদ’ নেই
বাদি কাঁদে আবাদী নেই
আদি কঙ্কাল অনন্ত নেই
শোষক আছে শাসক নেই।
বিদ্রোহ কোথায়? ঘুমের ঘোরে
বিবেক কোথায়? ধনকুবের ঘরে
মানুষ কোথায়? ভাবের ঘরে
আমরা কোথায়? বেঁচে মরে।