বিপর্যয়েও বঞ্চিত বাংলা, খয়রাতি মহারাষ্ট্র-কর্নাটক-গুজরাত-অসম-বিহারকে

বিজেপির সবটাই ভোটের রাজনীতি। ভোট এলেই হাজারও প্রতিশ্রুতি। আর ভোটে হারলেই বিমাতৃসুলভ আচরণ! বছরের পর বছর বঞ্চনার শিকার বাংলা।

Must read

প্রতিবেদন : বিজেপির সবটাই ভোটের রাজনীতি। ভোট এলেই হাজারও প্রতিশ্রুতি। আর ভোটে হারলেই বিমাতৃসুলভ আচরণ! বছরের পর বছর বঞ্চনার শিকার বাংলা। মোদিবাবু এখন ব্যস্ত বিহারের নির্বাচন নিয়ে, পাহাড়-ডুয়ার্স-তরাইয়ের কথা তাঁর মনে পড়ে না! এই তো মহারাষ্ট্রে বন্যার জন্য দরাজহস্তে আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হল, কিন্তু বাংলাকে ফের বঞ্চনা। তৃণমূলের প্রশ্ন, বাংলার মানুষ বারবার গণতান্ত্রিকভাবে বিজেপিকে রুখে দিয়েছে বলেই কি এই হিংসার রাজনীতি? বাংলার বিজেপির নেতাদের কি এর পরেও চোখ খুলবে না? তৃণমূলের সাফ কথা, যতই বঞ্চনা করো, আমরা উঠে দাঁড়াব নিজের দমেই। বাংলার মানুষ মাথা নত করবে না, ঠিক হক আদায় করে ছাড়বে আর বিজেপিকে বাংলা-ছাড়া করে ছাড়বে।

আরও পড়ুন-দিনের কবিতা

সম্প্রতি মহারাষ্ট্র ও কর্নাটককে দুর্যোগের জন্য আর্থিক প্যাকেজ দেওয়া হল প্রায় ২ হাজার কোটি টাকা। তার মধ্যে শুধু মহারাষ্ট্রকে দেওয়া হয়েছে ১,৫৬৬.৪০ কোটি টাকার অনুদান। তার আগে কর্নাটককে দেওয়া হয়েছে বাকি টাকা। এ-ছাড়া অসম, গুজরাত, বিহারের মতো ডবল ইঞ্জিন রাজ্যগুলিকেও দুর্যোগ হলেই হাজার হাজার কোটি টাকার বন্যাত্রাণ দেওয়া হয়েছে। শুধু বাংলার বেলায় উপুড়হস্ত হয় না মোদি সরকারের। বাংলায় এত বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেল। উত্তরবঙ্গে এত ক্ষতি হয়ে গেল। পাহাড়, তরাই, ডুয়ার্স বিপর্যস্ত, তবুও এক টাকাও দিল না কেন্দ্রের মোদি সরকার। বাংলা একক প্রয়াসেই উত্তরবঙ্গ পুনর্গঠনের কাজ করে যাচ্ছে। একার ক্ষমতাতেই ফের সাজিয়ে তুলবে পাহাড়-তরাই-ডুয়ার্সকে। আর সেইসঙ্গে ত্রাণ নিয়েও বাংলার মানুষের প্রতি কেন্দ্রের মোদি সরকারের যে তীব্র বঞ্চনা, তার যোগ্য জবাব দেবে বাংলা। বিজেপি যে সবটাই ভোটের রাজনীতি করে, তা আজ মানুষের কাছে স্পষ্ট। ভোট এলেই প্রতিশ্রুতি দেয়, ভোট ফুরোলেই কেটে পড়ে। আর ভোটে হেরে বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ চালিয়ে যায়। এবার সময় এসেছে জমিদারদের বিসর্জন দেওয়ার। ছাব্বিশেই বিজেপিকে গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে।

Latest article