এনকাউন্টারে নিকেশ ৪

সিগমা অ্যান্ড কোম্পানি গ্যাংয়ের পাণ্ডা রঞ্জন পাঠক-সহ চারজনকে বুধবার গভীর রাতে দিল্লির রাজপথে পুলিশ খতম করেছে।

Must read

প্রতিবেদন : বিহারে ভোটের আগে মাফিয়া-পুলিশ এনকাউন্টার। সিগমা অ্যান্ড কোম্পানি গ্যাংয়ের পাণ্ডা রঞ্জন পাঠক-সহ চারজনকে বুধবার গভীর রাতে দিল্লির রাজপথে পুলিশ খতম করেছে। এই চারজন হল রঞ্জন পাঠক (২৫), বিমলেশ সাহানি (২৫), আমন ঠাকুর (২১) ও মনীশ পাঠক (৩৩)। এদের বিরুদ্ধে বিহারে একাধিক খুন, তোলাবাজি, হামলা-অপহরণের অভিযোগ ছিল।

আরও পড়ুন-বিজেপি রাজ্যে দীপাবলিতে ‘কার্বাইড’ ক্র্যাকার বন্দুক ব্যবহারের পর অন্ধত্বের শিকার ১৪ শিশু, হাসপাতালে একাধিক

এরা খুন করেছিল ব্রহ্মশ্রী সেনার গণেশ বার্মা, মদন শর্মা ও আদিত্য সিংকে। এরা হল সেই ধরনের গ্যাং, যারা খুনের আগেই জানিয়ে দিত এবার তাদের টার্গেট কারা। এ গোষ্ঠীর দাবি অর্থের জন্য খুন নয়, আমলাতন্ত্রের ভুল নীতি, পুলিশের অত্যাচার এবং গরিবদের উপর শোষণের কারণেই অস্ত্র ধরতে বাধ্য হয়েছে। ২৫ বছরের রঞ্জন বিহারে কুখ্যাত। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও নেপাল সীমান্তে তার অপরাধজগত। বুধবার রাত দুটো নাগাদ বাহাদুর শা মার্গ থেকে পুলিশের সঙ্গে এই গ্যাংয়ের এনকাউন্টার শুরু হয়। পুলিশ গাড়ি থামাতে গেলে গুলি চালালে পাল্টা গুলিতেই তাদের মৃত্যু হয়। নিহতরা খুন, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক মামলার অভিযুক্ত ছিল। এদের মধ্যে আবার রঞ্জন পাঠক ও বিমলেশ সাহানির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারায় মামলা ছিল। বিহারের ভোটে এদেরকেই কাজে লাগানোর ছক ছিল।

Latest article