বিশ্বসেরা বাংলার মেয়েরা: টেবিল টেনিস ডাবলস র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Must read

বাংলার মুকুটে যুক্ত হল আরও এক নতুন পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করলেন দুই বঙ্গকন্যা সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশী ভৌমিক (Syndrela das_Divyanshi Bhowmik)। দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা এবং মুম্বইবাসী দিব্যাংশীর (Syndrela das_Divyanshi Bhowmik) এই যুগলবন্দীর সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুই খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

সম্প্রতি প্রকাশিত বিশ্ব র‍্যাঙ্কিং অনুযায়ী, সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছে। তাঁরা দ্বিতীয় স্থানে থাকা চিনের জুটিকে (৩১৯৫ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে থাকা ফরাসি জুটিকে (৩১৭০ পয়েন্ট) পিছনে ফেলে দিয়েছেন। এই কৃতিত্বের পিছনে রয়েছে তাঁদের ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য। সিন্ড্রেলা এবং দিব্যাংশী জুটি সম্প্রতি ‘ডব্লিউটিটি ইউথ স্টার কনটেন্ডার’ এবং ‘ডব্লিউটিটি ইউথ কনটেন্ডার’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, বার্লিন এবং লিমার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সেমিফাইনালেও পৌঁছেছিল তারা।

আরও পড়ুন-স্মৃতি-প্রতিকার সেঞ্চুরিতে শেষ চারে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলের (পূর্বতন টুইটার) পোস্টে দুই কৃতি খেলোয়াড়কে অভিনন্দন জানান। তিনি লিখেছেন, “দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা দাস ও দিব্যাংশী ভৌমিককে আন্তরিক অভিনন্দন জানাই। কলকাতার ধানুকা ধুনসেরি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী সিন্ড্রেলা ও তার সঙ্গী দিব্যাংশী বিশ্ব টেবিল টেনিস র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করে দারুণ কৃতিত্ব গড়েছে। …যা আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা এবং আশা করি, ভবিষ্যতে তারা আরও অনেক মাইলফলক তৈরি করবে।”

জানা গিয়েছে, সিন্ড্রেলা দাস এরপর দিল্লিতে জাতীয় শিবিরে অংশ নেবেন। সেখান থেকে তিনি বাহরিনে এশিয়ান ইউথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাবেন।

Latest article