হাইকোর্টের রায় বিপাকে অর্জুন

বারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মার অধীনে সিট এই মামলার তদন্ত করবে। তবে আগাম জামিনের আবেদন করতে পারবেন তিনি।

Must read

প্রতিবেদন : এবার অস্বস্তিতে বিজেপি নেতা অর্জুন সিং। হাইকোর্টের তাঁর আবেদন খারিজ করে দেওয়া হল শুক্রবার। সম্প্রতি নেপাল ইস্যুতে উসকানিমূলক মন্তব্য করায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১০টি এফআইআর রুজু হয়। তা খারিজের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন অর্জুন। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর আবেদন খারিজ করে দিয়েছেন। ৬১টি মামলা খারিজের আবেদনও খারিজ করে দেন বিচারপতি। আদালত জানিয়েছে, অর্জুনের বিরুদ্ধে তদন্ত চলবে।

আরও পড়ুন-ভোটার তালিকা : পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা

বারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মার অধীনে সিট এই মামলার তদন্ত করবে। তবে আগাম জামিনের আবেদন করতে পারবেন তিনি। গত ২৬ মার্চ রাতে, জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। জখম হন এক যুবক। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’বার অর্জুন সিংকে তলব করে। তিনি হাজিরা দেননি। ভাটপাড়ার মজদুর ভবনে গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা। জিজ্ঞাসাবাদের পরই ব্যক্তিগত কাজে অর্জুন সিং ভিনরাজ্যে চলে যান।

Latest article