নিউ ইয়র্ক, ২৪ অক্টোবর : পুরুষদের টেনিসে নোভাক জকোভিচের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ভেঙে দিতে পারেন কার্লোস আলকারেজ। এমনটাই দাবি সেরেনা উইলিয়ামসের। মেয়েদের টেনিসে ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনার বক্তব্য, নোভাক অসাধারণ খেলোয়াড়। সত্যিকারের কিংবদন্তি। তবে নোভাকের রেকর্ড টপকে যেতে পারে আলকারেজ। আমি ওর বিরাট বড় ভক্ত। ওর খেলা থাকলেই ফোন করে উৎসাহ দিয়ে থাকি। ওর জন্য গলা ফাটাই। প্রসঙ্গত, মাত্র ২২ বছর বয়সেই ৬টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে ফেলেছেন আলকারেজ।
আরও পড়ুন-বিজেপি পরিচালিত সমবায়ে গৃহযুদ্ধ অচলাবস্থা, পরস্পরের বিরুদ্ধে মামলা দুই গোষ্ঠীর
সেরেনার বক্তব্য, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। রজার (ফেডেরার) যখন খেলা শুরু করেছিল, তখন কি কেউ ভেবেছিল, একদিন ও পিট সাম্প্রাসের রেকর্ড ভেঙে দেবে? এরপর রজারের গড়া রেকর্ড টপকে গেল রাফা (রাফায়েল নাদাল)। রাফার রেকর্ড আবার ভেঙেছে নোভাক। আলকারেজ যদি শারীরিক সক্ষমতা এবং ফর্ম দীর্ঘদিন ধরে রাখতে পারে। তাহলে আমার বিশ্বাস ও নোভাকের রেকর্ড ভেঙে দেবে।

