‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-শতবর্ষে বরেণ্য নট কেষ্ট মুখার্জি
প্রকৃতি-মা
ও বাতাস তোমার দোলায়
ফুলের পাপড়িগুলো মেলে দাও।
ও আকাশ তোমার মুক্তিতে
আমায় ভেসে থাকতে দাও।
ও চন্দ্র তোমার আলোতে
দুর্বলকে আলোকিত করে দাও।
ও সূর্য তোমার তেজস্বীতায়
শারীরিক দুর্বলদের সুস্থ করে দাও।
ও মেঘ তোমার আঁধার মেঘে
নিষ্ঠুর দানবদের ঢেকে দাও।
ও বর্ষা তোমার প্লাবনে
দীন ও দীনতাকে ঢেকে দাও।
ও গ্রহ-তারা পৃথিবীকে মনুষ্যত্ব দাও।
ও পৃথিবী আমাদের আরও সবুজ দাও।।

