ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) হওয়ার আশঙ্কা। রবিবার সুস্পষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিয়ে চিন্তা বাড়ছে অন্ধপ্রদেশ-বিশাখাপত্তনমে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাতের মধ্যে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা (Cyclone Montha)। এই সময় গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।বাংলার মৎস্যজীবীদের জন্য জারি সর্তকতা।
আরও পড়ুন-ত্রিপুরায় দলের হাতে ‘বন্দি’ প্রাক্তন মন্ত্রী
আইএমডি (IMD) জানিয়েছে রবিবার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। থাইল্যান্ড এর নাম দিয়েছে ‘মন্থা’। এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি তাতে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। বাংলায় প্রভাব পড়বে কি? দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে হলেও সাগরের সুস্পষ্ট নিম্নচাপের প্রভাব অনুভূত হবে সোমবার থেকেই। ২৭ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।জগদ্ধাত্রী পূজার অষ্টমী -নবমীতে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে মেঘলা আকাশ (North Bengal weather) মঙ্গল থেকে শুক্র পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

