দিল্লির বাতাসের গুণমানে সামান্য উন্নতি হলেও এখনও ‘খারাপ’ শ্রেণির অন্তর্ভুক্ত

শনিবার সকালে বায়ুর গুণমান সূচক (AQI) অনুসারে দিল্লির বায়ু দূষণ ‘খুব খারাপ’ থেকে ‘খারাপ’ শ্রেণিতে উন্নিত হয়েছে।

Must read

দীপাবলির পর থেকে দিল্লিতে (Delhi) বায়ু দূষণের মাত্রা নিয়ে চিন্তায় প্রশাসন। তবে বলা হচ্ছে সময়ের সাথে কিছুটা উন্নত হচ্ছে দিল্লির বাতাসের মান। শনিবার সকালে বায়ুর গুণমান সূচক (AQI) অনুসারে দিল্লির বায়ু দূষণ ‘খুব খারাপ’ থেকে ‘খারাপ’ শ্রেণিতে উন্নিত হয়েছে। বাতাসের মান সামান্য ভাল হলেও বিপদ কাটছেনা এখনই।

আরও পড়ুন-মহারাষ্ট্রে মহিলা চিকিৎসক ধর্ষণে গ্রেফতার মূল অভিযুক্ত

সূত্রের খবর, সবচেয়ে খারাপ পরিস্থিতি এই মুহূর্তে আনন্দ বিহারের। সেখানে বায়ুর গুণমান সূচক ৪১৫, যা ‘বিপজ্জনক’ শ্রেণির অন্তর্ভুক্ত। মোট সাতটি পর্যবেক্ষণ কেন্দ্রে AQI ‘খুব খারাপ’ শ্রেণিতে রেকর্ড করা হয়েছে। CPCB-এর হিসেবে অনুযায়ী, ৪০১ থেকে ৫০০ পর্যন্ত AQI-কে ‘বিপজ্জনক’ বলে মানা হয়। এই অবস্থায় সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট হতে পারে সেখানে যারা ইতিমধ্যেই অসুস্থ তাদের পরিস্থিতি শোচনীয় হওয়ার সম্ভাবনা প্রবল। বলা হয়, ৩০১ থেকে ৪০০ পর্যন্ত AQI ‘খুব খারাপ’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত AQI ‘খারাপ’, ১০১ থেকে ২০০ পর্যন্ত AQI ‘মাঝারি’, ৫১ থেকে ১০০ পর্যন্ত AQI ‘সন্তোষজনক’ এবং ০ থেকে ৫০ পর্যন্ত AQI ‘ভালো’।

আরও পড়ুন-দিল্লিতে স্কুলের বাইরে বন্দুক দেখিয়ে সহপাঠীকে অপহরণ

প্রসঙ্গত, দেশের বাকি রাজ্যে কম থাকলেও দিল্লিতে ঠান্ডা পড়তে শুরু করেছে। এই মুহূর্তে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম অর্থাৎ ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস দিল্লিতে। তবে এর মধ্যেই বাতাসের মান উন্নত না হলে এরপর সমস্যা হাতের বাইরে চলে যেতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

Latest article