৬.৪৭ কোটি টাকায় নির্মিত রেণুকাজিতে আইটিআই ভবন এখনও অকার্যকর, প্রশ্নের মুখে শিক্ষাব্যবস্থা

২০২৩ সালের মধ্যে ভবনটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু দেখা গিয়েছে এখনও এটি উদ্বোধনই করা হয়নি।

Must read

সিরমৌর জেলার শ্রী রেণুকাজি বিধানসভা কেন্দ্রের ময়নাবাগে ৬.৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (IIT) ভবনটি নির্মাণের প্রায় দুই বছর পরেও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। যদিও সেটিতে সবরকম অত্যাধুনিক সুযোগ-সুবিধা প্রস্তুত, তবুও শিক্ষার্থীরা খেগুয়ার একটি ভাড়া করা বাড়িতে ক্লাস করেন বলে জানা গিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ২০২০ সালে ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে, প্রায় ৯০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়ে যায়। ২০২৩ সালের মধ্যে ভবনটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু দেখা গিয়েছে এখনও এটি উদ্বোধনই করা হয়নি।

আরও পড়ুন-চেতলায় খুনের তদন্তে তৎপর কলকাতা পুলিশ! ঘটনাস্থলে পুলিশ কমিশনার

২০১৬ সালে প্রতিষ্ঠিত, ময়নাবাগের আইটিআই-তে প্রাথমিকভাবে চারটি ট্রেড অনুমোদিত ছিল – ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, ফিটার এবং ড্রাফটসম্যান। কিন্তু ভাড়া করা ভবনে জায়গার সীমাবদ্ধতার ফলে গত নয় বছর ধরে মাত্র দুটি ট্রেড (ইলেকট্রিশিয়ান এবং পাম্প অপারেটর) চালু রয়েছে, যার প্রতিটিতে মাত্র ৪০ জন প্রশিক্ষণার্থী ভর্তি হয়েছেন। অন্য দুটি ট্রেড অনুমোদিত হলেও এখনও চালু হয়নি, যার ফলে শিক্ষার্থীরা বর্ধিত প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন-দিল্লির বাতাসের গুণমানে সামান্য উন্নতি হলেও এখনও ‘খারাপ’ শ্রেণির অন্তর্ভুক্ত

মুখ্যমন্ত্রী ভবনটির উদ্বোধন করবেন বলে শোনা গেলেও অভিযোগ উঠছে বর্তমান সরকার গত দুই বছর ধরে ইচ্ছাকৃতভাবে ইনস্টিটিউটটি উদ্বোধন করছে না। বেসরকারি ভবনের ভাড়া হিসেবে লক্ষ লক্ষ টাকা দেওয়া হলেও শিক্ষার্থীরা এখনও দুর্ভোগ পোহাচ্ছে। এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের সম্মুখীন হচ্ছে হিমাচল সরকার।

Latest article