‘বাংলায় কাজ নেই?’, বিহারে যাওয়ার ট্রেনের ভিড়ের চিত্র তুলে বিজেপিকে কটাক্ষ দেবাংশুর

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিহারের ভোটের আগে এটা রাজনৈতিক গিমিক।

Must read

রেলের পক্ষ থেকে বিহারে ছটপুজোর (Chhathpuja) কারণে চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন। যাত্রীরা যাতে তাঁদের গ্রামের বাড়িতে সহজে পৌঁছতে পারেন, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে রেল সূত্রে খবর। এই সময়ে হাওড়া স্টেশনে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিহারের ভোটের আগে এটা রাজনৈতিক গিমিক। বিহারি ভোটারদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকারের একটা প্রচেষ্টা মাত্র।

তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ”ছট পুজো উপলক্ষ্যে বাংলা থেকে বিহারে যাওয়ার ট্রেনগুলির ভিড়ের চিত্র! বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন, বাংলায় যদি কাজই না থাকে, তাদের শাসন করা বিহার-উত্তরপ্রদেশ থেকে নিয়মিত এই কাতারে কাতারে ভিড় বাংলায় কি করতে আসে? শুধু বিজেপিকে ভোট দিতে? ২৫ বছরের ওপর সরকারে থাকা সত্ত্বেও এদের আপনারা বিহারে কাজ দিতে পারেননি কেন?” প্রতি বছর ছটপুজোর আগে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা থাকলেও রেল হাওড়া স্টেশনে কখনও যাত্রীদের জন্য ক্যাম্প তৈরি করেনি। এই প্রথম অস্থায়ী হোল্ডিং এরিয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশ্ন উঠছে সামনে বিহার বিধানসভা ভোট আর এই অবস্থায় বিহারিদের খুশি করতেই কি রেলের এই ব্যবস্থা?

আরও পড়ুন-কলকাতা হাইকোর্টের নির্দেশে রাসবাড়ি ঘাটেই হবে ছটের নিয়ম, ব্যবস্থা খতিয়ে দেখলেন কৈলাশ মিশ্র

প্রসঙ্গত, প্রতি বছর ছটপুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানো হয়। চলতি বছর হাওড়া স্টেশন থেকে নিয়মিত ট্রেন ছাড়াও, অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। শুধু তাই নয়, হাওড়া স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের সুবিধের জন্য দু’টি বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে। যাত্রীদের বসার সুবিধা তো আছেই সাথে টিকিট কাটার ব্যবস্থা আছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম এই বিষয়ে জানিয়েছেন ছটের জন্য ২০টি দূরপাল্লার ট্রেন চলছে। তবে হোল্ডিং এরিয়ায় যদি অতিরিক্ত যাত্রী থাকেন, তবে তাঁদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

May be an image of one or more people, train and crowd

 

Latest article