কলকাতায় বৃষ্টি শুরু, ১২ ঘণ্টার মধ্যে ‘মান্থা’

রবিবার বিকেল থেকেই মধ্য কলকাতায় (Kolkata) ও খিদিরপুর অঞ্চলে শুরু মাঝারি বৃষ্টি।

Must read

রবিবার বিকেল থেকেই মধ্য কলকাতায় (Kolkata) ও খিদিরপুর অঞ্চলে শুরু মাঝারি বৃষ্টি। দক্ষিণ-পূর্ব বঙ্গপোসাগরে অতি গভীর নিম্নচাপের ফলে জগদ্ধাত্রী ও ছট পুজোয় রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। আগামী ১২ ঘণ্টার মধ্যেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে যার প্রভাব দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন-‘বাংলায় কাজ নেই?’, বিহারে যাওয়ার ট্রেনের ভিড়ের চিত্র তুলে বিজেপিকে কটাক্ষ দেবাংশুর

শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ছিল, সেটা আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, রবিবার সকাল সাড়ে ১১টার সময় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পোর্টব্লেয়ার থেকে ৬০০ কিমি পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ৮০০ কিমি দূরে এর অবস্থান ছিল। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে মান্থাতে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এর অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় হতে চলেছে। ২৮ অক্টোবর সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। কাঁকিনাড়ার কাছাকাছি এলাকায় ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাত্রিতে ল্যান্ডফল হতে পারে এবং সেই সময়ে বাতাসের গতিবেগ ৯০-১০০ কিলোমিটার/ঘণ্টা থাকবে। সর্বোচ্চ ১১০ কিমি/ঘণ্টা হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ছবি সৌজন্যে: Satrajit Sen

Latest article