বালুচিস্তানকে স্বাধীন বলায় ভাইজান সলমনকে (Salman Khan) জঙ্গি বলে আখ্যা পাকিস্তানের। বালুচিস্তানে গণবিদ্রোহ, পাক অধিকৃত কাশ্মীরের অন্দরে অশান্তি, খাইবার প্রদেশে অস্থিরতা– সবমিলিয়ে সঙ্গীন দশা শাহবাজ শরিফ সরকারের। বালোচ বিদ্রোহীদের লাগাতার আগ্রাসনে নাস্তানাবুদ পাকিস্তান। তার মধ্যে বলিউড ভাইজানকে সন্ত্রাসবাদী বলায় দেশজুড়ে হাসির রোল উঠেছে।
দিনকয়েক আগে সৌদি আরবের রিয়াধে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান (Salman Khan), শাহরুখ খান এবং আমির খান। অনুষ্ঠানের মাঝেই সলমন বলেন, “হিন্দি ছবি সৌদি আরবে মুক্তি পেলে সফল হবেই। এছাড়া, তামিল, তেলেগু ছবিও এখানে মুক্তি পেলে কমপক্ষে একশো কোটির ব্যবসা করবে। কারণ বিভিন্ন দেশের মানুষ এখানে থাকেন।” এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে ইসলামাবাদ। সেই কারণেই সলমনকে সন্ত্রাসবাদীর তালিকায় ঢোকানোর পাশাপাশি তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান।
আরও পড়ুন-কানাডার উপরে এবার অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
১৯৯৭ সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে চতুর্থ তালিকায় সলমনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শাহবাজ সরকারের দাবি, সলমনের জঙ্গিদের সঙ্গে যোগসূত্র রয়েছে। এই তালিকায় নাম রয়েছে, অর্থাৎ সলমনের গতিবিধির উপরও নজর রাখবে পাক সরকার। দরকারে আইনি ব্যবস্থাও নিতে পারে তারা। এখনও পর্যন্ত এ বিষয়ে অভিনেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কয়েকদিন পরে পরেই বাড়ির বাইরে গুলি, লাগাতার হুমকি, উড়ো ফোন—দুষ্কৃতীদের হাত থেকে রেহাই কিছুতেই মিলছে না সলমনের। তার উপর ‘সন্ত্রাসবাদী ঘোষণা’। তবে সলমনের ‘স্বাধীন বালোচ’ মন্তব্যের পর দারুণ খুশি হয়েছিলেন বালোচ বিদ্রোহীরা। বিএলএ নেতা, কবি ও সমাজকর্মী মীর ইয়ার অভিনেতাকে ধন্যবাদও জানিয়েছিলেন।

