SIR এর আগে রাজ্য প্রশাসনে বড় রদবদল! সরলেন একাধিক জেলার জেলাশাসক

Must read

নজিরবিহীন ঘটনা! সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। banglay ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে বড় ঘোষণার আগেই সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য প্রশাসনের ৫৭ জন আধিকারিককে সরিয়ে দিল নবান্ন। এক দিনের মধ্যেই মোট ১০ জন জেলাশাসক বদল করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকেও বদল করা হয়েছে। এছাড়া বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিক।

আরও পড়ুন-দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্য কান্ত

রুটিন বদলি না ভোটের আগের বদলি সেটা যদিও নবান্নর তরফে এখনও স্পষ্ট করা হয়নি। তবে নবান্ন সূত্রে দাবি, যে সব আধিকারিক টানা ৩ বছর একই পদে রয়েছেন ভোটের আগে নিয়ম মেনেই তাঁদের বদল হচ্ছে। যদিও মনে করা হচ্ছে বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এসআইআর নিয়ে কমিশন বড় ঘোষণার আগে প্রশাসনিক রদবদল করা হল।

আরও পড়ুন-স্বাধীন বালোচ মন্তব্যের পরই ক্ষেপে লাল পাকিস্তান! সলমনকে জঙ্গি ঘোষণা

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, বদল হওয়া জেলাশাসকদের তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ, বীরভূম জেলা। বদলি হওয়া আধিকারিকরা সকলে আইএএস। সেক্ষেত্রে এরপরে একই কায়দায় আইপিএসদেরও বদলি করা হবে বলেও মনে করা হচ্ছে।

Latest article