ছটপুজোতে নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার উৎসব সবার- এই কথা শুধু মুখে নয়, কাজেও করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

ধর্ম যার যার উৎসব সবার- এই কথা শুধু মুখে নয়, কাজেও করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার অন্যান্য ধর্মীয় উৎসবে নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করে শুভেচ্ছা জানানোর পরে ছটপুজোতেও গান পোস্ট করে শুভেচ্ছা জানান রাজ্যর প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন-ইংল্যান্ডে ফের বর্ণবিদ্বেষী ধর্ষণের শিকার ভারতীয় পঞ্জাবি মহিলা

সোমবার, নিজের স্যোশাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “সকলকে ছটপুজোর আন্তরিক শুভেচ্ছা। ছটী মাইয়া সকলকে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দান করুন।“ এর পরেই মমতা লেখেন, “আমার লেখা ও সুর দেওয়া গান গেয়েছেন অরিত্র দাশগুপ্ত।“ গানের ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেল চারটে নাগাদ কলকাতার তক্তাঘাটে গিয়ে ছটপুজোর সূচনা করবেন তিনি।

আরও পড়ুন-বাংলায় দ্রুত একশো দিনের কাজ চালু করার নির্দেশ বহাল

দুর্গাপুজোয়র আগেই প্রকাশিত হয়েছে মুখ্য়মন্ত্রীর লেখা ও সুর দেওয়া গানের অ্যালবাম। লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটে-সব ধর্মীয় উৎসবের দিনেই নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যর প্রশাসনিক প্রধান। বড়দিনের জন্যেও আগে গান লিখে, সুর দিয়েছেন মমতা। এবার ছটপুজোর দিন গান পোস্ট করলেন তিনি।

Latest article